Skip to main content

How to change name on Facebook

To change your name on Facebook:
  1. Review our name standards.
  2. Click in the top right of Facebook and select Settings.
  3. Click Name.
  4. Enter your name and click Review Change.

  1. Enter your password and click Save Changes.

Comments

Popular posts from this blog

রোমান্টিক প্রেমের গল্প

অভিমানী! (১) বিয়ের অনুষ্ঠানে এক একা বসে আছে লিমা। প্রচন্ড বিরক্ত হচ্ছে সে। বিরক্ত লাগছে তার অনেক বেশি। আগেই জানতো এখানে এসে একা থাকতে হবে, তাই আসতেই চায়নি সে। কিন্তু মায়ের পিড়াপীড়িতে আসতে বাধ্য হয়েছে। কোন কাজ না পেয়ে ফেসবুকে লগইন করলো। করেই দেখে অনলাইনে রাকিব, লিমার বয়ফ্রেন্ড ! - কি করো, জান ? ( লিমাকে অনলাইনে দেখামাত্রই রাকিবের মেসেজ ) - কিছু না। মেজাজ খারাপ এখন। - হইছে টা কি ? - কথা বলবা না। - ওকে। - ওকে মানে কি ? - তুমিই তো বললা কথা বলতে না। - তাই বলে আমার সাথে কথা বলবা না ? - আরেহ আশ্চর্য তুমিই তো বললা ! - ও বুঝছি তুমি তো এখন মেয়েদের সাথে চ্যাটিং-এ ব্যস্ত। করো করো যত ইচ্ছা চ্যাট করো। - আজব তো। হু করতেছি আমি চ্যাট। তোমার কি তাতে ? - কি ?????????? - জানো আমি এখন ১০ জন মেয়ের সাথে চ্যাট করতেছি ! প্রচন্ড রাগে ফেসবুক থেকে বের হয়ে যায় লিমা ! ইচ্ছা করেই রাকিব কাজটা করে। লিমাকে রাগিয়ে দেয় সে। আর লিমাও একটু আহ্লাদী মেয়ে, মন মত কিছু না হলেও হয়েছে, প্রচন্ড রেগে যায় সে। বরাবরের মতই এখন রাগে ফুঁসছে সে। ফর্সা, গোলগাল চেহারাটা রক্ত বর্ণ ধারণ করেছে। একটু পরেই আবার ফেসবুকে গেলো। গি...

📚খুবই মূল্যবান ৪০টি ছোট হাদিস, 📚নিজে পড়ুন, অন্যকে পড়ার সুযোগ 📚করে দিন।

👉✍১। রাসূল (সা:)বলেছেন আমার কথা (অন্যদের কাছে) পৌছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। (সহীহ বুখারীঃ ৩২১৫) 👉✍২। রাসূল (সাঃ) বলেছেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটকুই যথেষ্ঠ যে, সে যা শোনে (যাচাই ব্যতীত) তাই বলে বেড়ায়। (সহীহ মুসলিম, মুকাদ্দামা, অনুচ্ছেদ -৩) 👉✍৩।রাসূল (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। (দেখুন সহীহ বুখারীঃ ১০৭,১০৯,১০৯,১১০,১১১ সহীহ মুসলিম, মুকাদ্দামা) 👉✍৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্‌ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টে আল্লাহ্‌ অসন্তুষ্ট। (তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) 👉✍৫। পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত সলাতের সওয়াব পাওয়া যায় (সহীহ বুখায়, মুসলিম ও তিরমিযীঃ ২১৩) 👉✍৬। ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে সলাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান। (সহীহ মুসলিমঃ ১৫৪,১৫৫, মিশকাত) 👉✍৭। ক্বিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে। (সহীহ তিরমিযীঃ ৪১৩, ইবনু মাযাহঃ ১৪২৫,১৪২৬) 👉✍৮। যে ব্যক্তি ফজর ও আসরের নামায আদায় করবে সে জান্নাতে যাবে। (সহীহ বুখারীঃ ৫৪৬) 👉...

মেয়ে, তোমার সাইজ কত?"

"মেয়ে, তোমার সাইজ কত?" ফেসবুকে কেউ যদি এমন স্ট্যাটাস দেয় তাহলে ফ্রেন্ড লিস্টের ভদ্র, অভদ্র পুরুষগণ যার যা কিছু আছে তা নিয়ে আক্রমণ শুরু করবেন ৷ ভদ্র মহিলাগণ সমস্বরে জানতে চাইবেন, ঘরে মা-বোন আছে নাকি নেই? রাস্তা-ঘাটে কোন তরুণীর সাইজ জানতে চাইলে, তার বাবা, ভাই, চাচা, মামা, খালু, আত্মীয়-অনাত্মীয়, পাড়া-পড়শীগণ পিঠের চামড়া তুলে চিইল্লা কাইট্টা লবণ লাগাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন ৷ কোন এক জ্ঞানী ব্যক্তি বলেছেন, ''বাজারে যদি মাগনা দুধ পাওয়া যায় তাহলে কষ্ট করে গাই (গাভী) পোষে কে?" কেউ যদি মাগনা সাইজ জানায় তাহলে এত বড় রিস্ক নিতে যাবে কোন স্টুপিডে! সাম্প্রতিক সময়ে "মিস ওয়ার্ল্ড বাংলাদেশ - ২০১৭" প্রতিযোগিদের নিয়ে মিডিয়ার মাতামাতি দেখে ডিম পাড়া মুরগীর কথা মনে পড়েছে ৷ হাতি একশ কেজি ওজনের বাচ্চা জন্ম দিয়েও চুপ থাকে, আর মুরগী একশ গ্রাম ওজনের ডিম পেড়েই চিৎকার করে ৷ প্রায় পঁচিশ হাজার তরুণী উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৷ এই পঁচিশ হাজার তরুণী থেকে মাত্র একজন! হ্যাঁ, মাত্র একজন "মিস ইউনিভার্স" প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ পাবে ৷ বাকি ...